Hilful Fuzul Humanitarian Society এর পথচলা শুরু-

 আসসালামু আলাইকুম 🖤

Hilful Fuzul Humanitarian Society 💓


 স্থাপিত-২০২৩ইং

সদস্য সংগ্রহ--📣

 


মানুষের সেবাকে লক্ষ্য নিয়ে যেকোনো কেউ সদস্য হতে পারবেন।


সদস্য হওয়ার শর্তাবলী নিচে উল্লেখ করা হলো-


আমাদের কার্যক্রম -


১)গরীব, দু:খী ও অসহায় মানুষকে সাহায্য করা।( আর্থিক+সেবামূলক)।


২)বিভিন্ন দুর্যোগকালীন সময় যেমন: বন্যা,খড়া,ঝড় ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও সেবামূলক সাহায্য প্রদান।


৩)সরকারী বিভিন্ন ভাতা যেমনঃ বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সকল ধরনের ভাতা যথাযত মানুষের মাঝে বিতরনের জন্য সর্বাত্মক চেষ্টা।


৪)গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা।


৫) মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তিমূলক প্রতিযোগীতার আয়োজন এবং উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের পুরষ্কার প্রদান।


৬)রমজানে অসহায় মানুষদের ইফতার ও ঈদে শুভেচ্ছা সামগ্রী বিতরণ। 


৭)বিনামূল্যে রক্তদানের ব্যবস্থা করা


ইত্যাদি।


সদস্য হওয়ার শর্ত সমূহ-


1)আমাদের কার্যক্রম সম্পর্কে পূর্নাঙ্গ ধারনা থাকা।


২)মানুষের সেবাইকে আদর্শ ধরে একসাথে পথ চলতে আগ্রহ থাকা।


৩)মাসিক নির্দিষ্ট পরিমান টাকা সময়মত ক্যাশিয়ার বরাবর অথবা একাউন্টে প্রদান করা।


৪)প্রদানকৃত অর্থ অফেরতযোগ্য তাই সে সম্পর্কে অবহিত থাকা।


৫)মাস শেষে হিসাব পূর্নাঙ্গ ভাবে প্রদান করা হবে এবং সে হিসাব নিজ দায়িত্বে মিলিয়ে নেওয়া।


৬)সকলের মতামতের উপর ভিত্তি করে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে, তাই অধিকাংশের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকার মানসিকতা থাকা।


৭)দায়িত্ব প্রাপ্ত সদস্যকে সব ধরনের সহায়তা করার মনোভাব থাকা।


৮)সকলের মতামতকে গুরূত্ব দেওয়ার মানসিকতা থাকা।


সর্বোপরি ট্রাস্টের উন্নয়নের মানসিকতা থাকলে যে কেউ সদস্য হতে পারবেন।


সদস্য হওয়ার জন্য আমাকে মেসেজ অথবা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন-


-01743311870

-01316877818


অথবা আমাদের পেইজে-


https://www.facebook.com/profile.php?id=100090148630734&mibextid=ZbWKwL

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিষ্ঠিত হয়েছে তরুনের আশার আলো Hilful Fuzul humanitarian society -2023